বেশি বেশি মাখন খাচ্ছেন মার্কিনিরা
গত চার দশকের যেকোনো সময়ের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা এখন বেশি বেশি মাখন খাচ্ছেন। আমেরিকান বাটার ইনস্টিটিউট সম্প্রতি এ খবর জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবারদাবার খাওয়া কমানোর চেষ্টা এবং মার্জারিন বা ভেজিটেবল অয়েলের মতো বিকল্পগুলোর ওপর আস্থা রাখতে না পারার কারণেই আমেরিকানদের মাখন খাওয়া বাড়ছে। ২০১২ সালে মার্কিনরা গড়ে মাথাপিছু ৫ দশমিক ৬ পাউন্ড মাখন খেয়েছেন। ১০ বছর আগের তুলনায় এটা প্রায় ২৫ ভাগ বেশি। আমেরিকান বাটার ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আনুজা মিনার...
Posted Under : Health News
Viewed#: 16
আরও দেখুন.

